الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2839)


2839 - حَدَّثَنِي مَالِكٌ، عَن عَامِرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ، وَقَالَ: سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ، وَالْمَلاَئِكَةُ مِنْ خِيفَتِهِ، ثُمَّ يَقُولُ: إِنَّ هَذَا لَوَعِيدٌ لأَهْلِ الأَرْضِ شَدِيدٌ.




অনুবাদঃ আমির ইবনে আবদুল্লাহ ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, যখন তিনি বজ্রধ্বনি শুনতেন, তখন তিনি কথাবার্তা থামিয়ে দিতেন এবং বলতেন:

**"সুবহানাল্লাযী ইউসাব্বিহুর-রা’দু বিহামদিহি ওয়াল-মালা-ইকাতু মিন খীফাতিহি।"**

(অর্থাৎ, সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যাঁর প্রশংসার সাথে বজ্রধ্বনি তাসবীহ পাঠ করে এবং ফেরেশতাগণ তাঁর ভয়ে (তাসবীহ পাঠ করে)।)

এরপর তিনি বলতেন: "নিশ্চয়ই এটা পৃথিবীবাসীর জন্য এক কঠিন হুঁশিয়ারি (বা শাস্তির ঘোষণা)।"