موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2853)
2853 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَن أبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ، فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْتِيَ رَجُلاً أَعْطَاهُ اللهُ مِنْ فَضْلِهِ، فَيَسْأَلَهُ أَعْطَاهُ أَوْ مَنَعَهُ.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যাঁর হাতে আমার প্রাণ, তাঁর কসম! তোমাদের কেউ তার রশি নেবে এবং নিজের পিঠে বোঝা করে কাঠ (জ্বালানি) সংগ্রহ করে নিয়ে আসা তার জন্য উত্তম— এমন ব্যক্তির কাছে এসে চাওয়া অপেক্ষা, যাকে আল্লাহ নিজ অনুগ্রহে প্রাচুর্য দান করেছেন; এরপর সে তাকে দিক বা না দিক।”