موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2855)
2855 - وَعَن مَالِكٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ إِلاَّ عِزًّا، وَمَا تَوَاضَعَ عَبْدٌ إِلاَّ رَفَعَهُ اللهُ.
قَالَ مَالِكٌ: لاَ أَدْرِي أَيُرْفَعُ هَذَا الْحَدِيثُ عَنِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَمْ لاَ.
অনুবাদঃ আলা ইবনু আবদুর রহমান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
কোনো দান (সাদকা) সম্পদকে কমায় না। আর আল্লাহ তাআলা ক্ষমা করার কারণে কোনো বান্দার মর্যাদা (ইজ্জত) ব্যতীত আর কিছুই বৃদ্ধি করেন না। আর যে বান্দাই বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন।
(বর্ণনাকারী ইমাম) মালেক (রাহিমাহুল্লাহ) বলেন, আমি নিশ্চিত নই যে এই হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ’মারফূ’ (সরাসরি বর্ণিত) কিনা।