موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
3 - وَحَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن زَيْدِ بْنِ أَسْلَمَ، عَن عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَسَأَلَهُ عَن وَقْتِ صَلاَةِ الصُّبْحِ، قَالَ: فَسَكَتَ عَنهُ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ حَتَّى إِذَا كَانَ مِنَ الْغَدِ، صَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ، ثُمَّ صَلَّى الصُّبْحَ مِنَ الْغَدِ بَعْدَ أَنْ أَسْفَرَ، ثُمَّ قَالَ: أَيْنَ السَّائِلُ عَن وَقْتِ الصَّلاَةِ؟ قَالَ: هَأَنَذَا يَا رَسُولَ اللهِ، فَقَالَ: مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ.
অনুবাদঃ আতা ইবনে ইয়াসার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাঁকে ফজরের সালাতের সময় সম্পর্কে জিজ্ঞেস করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো উত্তর না দিয়ে নীরব রইলেন। এরপর যখন পরের দিন আসল, তখন ফজর উদয় হওয়ার সাথে সাথেই তিনি ফজরের সালাত আদায় করলেন। আর এর পরের দিন তিনি ফজরের সালাত এমন সময় আদায় করলেন যখন বেশ আলো হয়ে গেছে। অতঃপর তিনি বললেন: সালাতের সময় সম্পর্কে প্রশ্নকারী কোথায়? লোকটি বলল: ইয়া রাসূলুল্লাহ! আমি এখানে। তখন তিনি বললেন: এই দুই সময়ের মধ্যবর্তী পুরো সময়টাই (ফজরের সালাতের) সময়।