موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (31)
31 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُجَبَّرِ، أَنَّهُ كَانَ يَرَى سَالِمَ بْنَ عَبْدِ اللهِ، إِذَا رَأَى الإِنْسَانَ يُغَطِّي فَاهُ وَهُوَ يُصَلِّي، جَبَذَ الثَّوْبَ عَن فِيهِ جَبْذًا شَدِيدًا، حَتَّى يَنْزِعَهُ عَن فِيهِ.
অনুবাদঃ আবদুর রহমান ইবনুল মুজাব্বার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:
তিনি সালেম ইবনে আব্দুল্লাহকে (রাহিমাহুল্লাহ) দেখেছেন যে, যখনই তিনি কোনো ব্যক্তিকে নামাজরত অবস্থায় তার মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকতে দেখতেন, তখনই তিনি সজোরে কাপড়টি টেনে তার মুখ থেকে সরিয়ে দিতেন, যতক্ষণ না সেটি সম্পূর্ণরূপে তার মুখ থেকে নেমে যেত।