الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (37)


37 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ مُحَمَّدِ بْنِ طَحْلاَءَ، عَن عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَتَوَضَّأُ بِالْمَاءِ وُضُوءً لِمَا تَحْتَ إِزَارِهِ.




অনুবাদঃ উসমান ইবনে আব্দুর রহমানের পিতা আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে শুনতে পেয়েছেন যে, তিনি তাঁর ইযার (নিম্নবস্ত্র)-এর নিচের অংশের জন্য পানি দ্বারা ওযূর মতো করে ধৌত করছিলেন।