موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (39)
39 - قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ نَسِيَ أَنْ يَتَمَضْمَضَ وَيَسْتَنْثِرَ حَتَّى صَلَّى، قَالَ: لَيْسَ عَلَيْهِ أَنْ يُعِيدَ صَلاَتَهُ، وَلْيُمَضْمِضْ وَيَسْتَنْثِرْ مَا يَسْتَقْبِلُ إِنْ كَانَ يُرِيدُ أَنْ يُصَلِّيَ.
অনুবাদঃ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রাহিমাহুল্লাহ) বলেন, ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যিনি কুলি করতে (তামাযমাযাহ) এবং নাকে পানি দিতে (ইসতিনসার) ভুলে গিয়ে সালাত আদায় করে ফেললেন।
তিনি (মালিক) বললেন: তার উপর ঐ সালাতটি পুনরায় আদায় করা আবশ্যক নয়। ভবিষ্যতে তিনি যখনই সালাত আদায় করতে চাইবেন, তখন যেন কুলি করে নেন এবং নাকে পানি দেন।