موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (42)
42 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ تَفْسِيرَ هَذِهِ الآيَةِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاَةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ} أَنَّ ذَلِكَ إِذَا قُمْتُمْ مِنَ الْمَضَاجِعِ، يَعْنِي النَّوْمَ.
অনুবাদঃ যায়েদ ইবনে আসলাম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, নিশ্চয়ই এই আয়াতের ব্যাখ্যা— "হে মুমিনগণ, যখন তোমরা নামাযের জন্য প্রস্তুত হও, তখন ধৌত করো তোমাদের মুখমণ্ডল, তোমাদের হাত কনুই পর্যন্ত, মাসেহ করো তোমাদের মাথা এবং ধৌত করো তোমাদের পা গোড়ালি পর্যন্ত"— হলো এই যে, যখন তোমরা শয়নস্থান (বিছানা) থেকে ওঠো, অর্থাৎ ঘুম থেকে ওঠো (তখন এই ওযুর বিধান প্রযোজ্য)।