الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (43)


43 - قَالَ يَحيَى: قَالَ مالِكٌ: الأَمْرُ عِنْدَنَا أَنَّهُ لاَ يَتَوَضَّأُ مِنْ رُعَافٍ وَلاَ مِنْ دَمٍ وَلاَ مِنْ قَيْحٍ يَسِيلُ مِنَ الْجَسَدِ، وَلاَ يَتَوَضَّأُ إِلاَّ مِنْ حَدَثٍ يَخْرُجُ مِنْ ذَكَرٍ أَوْ دُبُرٍ أَوْ نَوْمٍ.




অনুবাদঃ ইয়াহইয়া (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলেছেন, আমাদের নিকট মাস’আলা হলো— নাক থেকে রক্তপাত (*রুআফ*) হলে, অথবা (অন্যান্য) রক্তক্ষরণের ফলে, অথবা শরীর থেকে পুঁজ প্রবাহিত হলে উযু করতে হয় না। উযু কেবল তখনই করতে হয়, যখন কোনো ‘হাদাস’ (শারীরিক অপবিত্রতাকারী বস্তু) পুরুষাঙ্গ অথবা মলদ্বার দিয়ে নির্গত হয় অথবা (গভীর) ঘুম আসে।