موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
47 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، عَن مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَن يَحيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ فِي رَكْبٍ فِيهِمْ عَمْرُو بْنُ الْعَاصِ، حَتَّى وَرَدُوا حَوْضًا، فَقَالَ عَمْرُو بْنُ الْعَاصِ لِصَاحِبِ الْحَوْضِ: يَا صَاحِبَ الْحَوْضِ، هَلْ تَرِدُ حَوْضَكَ السِّبَاعُ؟ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: يَا صَاحِبَ الْحَوْضِ لاَ تُخْبِرْنَا، فَإِنَّا نَرِدُ عَلَى السِّبَاعِ، وَتَرِدُ عَلَيْنَا.
অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত: তিনি একটি কাফেলার সাথে বের হলেন, যাদের মধ্যে আমর ইবনুল আসও (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ছিলেন। অবশেষে তারা একটি জলাধারের (হাউজের) কাছে পৌঁছলেন। তখন আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জলাধারের মালিককে জিজ্ঞেস করলেন, "হে জলাধারের মালিক! হিংস্র পশুরা কি আপনার এই জলাধারে আসে?" তখন উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, "হে জলাধারের মালিক! আপনি আমাদের কিছু জানাবেন না (উত্তর দেবেন না)। কারণ, আমরা হিংস্র পশুদের নিকটে যাই (পানি পানের জন্য), আর তারাও আমাদের নিকটে আসে (অর্থাৎ এই বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন নেই)।"