موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (50)
50 - وَحَدَّثَنِي عَن مالِكٍ، أَنَّهُ رَأَى رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ يَقْلِسُ مِرَارًا وَهُوَ فِي الْمَسْجِدِ، فَلاَ يَنْصَرِفُ، وَلاَ يَتَوَضَّأُ، حَتَّى يُصَلِّيَ.
অনুবাদঃ ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি রাবী’আ ইবনু আবী আবদির রহমান-কে দেখেছেন যে, তিনি মাসজিদে থাকা অবস্থায় একাধিকবার ঢেকুর তুলছিলেন, কিন্তু তিনি (রাবী’আ) সালাত আদায় করা পর্যন্ত বের হয়ে যাননি এবং নতুন করে উযূও করেননি।