موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (61)
61 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ دُعِيَ لِطَعَامٍ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَلَحْمٌ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ تَوَضَّأَ، ثُمَّ صَلَّى، ثُمَّ أُتِيَ بِفَضْلِ ذَلِكَ الطَّعَامِ فَأَكَلَ مِنْهُ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
অনুবাদঃ মুহাম্মাদ ইবনু মুনকাদির (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়েছিল। অতঃপর তাঁর সামনে রুটি ও গোশত পেশ করা হলো, তিনি তা থেকে আহার করলেন। এরপর তিনি উযূ করলেন, অতঃপর সালাত আদায় করলেন।
এরপর সেই খাবারের অবশিষ্ট অংশ তাঁর নিকট আনা হলো এবং তিনি তা থেকে আহার করলেন। অতঃপর তিনি সালাত আদায় করলেন, কিন্তু উযূ করলেন না।