موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
64 - وَحَدَّثَنِي عَن مالِكٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَن أَبِيهِ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ خَرَجَ إِلَى الْمَقْبَرَةِ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُونَ، وَدِدْتُ أَنِّي قَدْ رَأَيْتُ إِخْوَانَنَا، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، أَلَسْنَا بِإِخْوَانِكَ؟ قَالَ: بَلْ أَنْتُمْ أَصْحَابِي، وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ، وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ تَعْرِفُ مَنْ يَأْتِي بَعْدَكَ مِنْ أُمَّتِكَ؟ قَالَ: أَرَأَيْتَ لَوْ كَانَ لِرَجُلٍ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ فِي خَيْلٍ دُهْمٍ بُهْمٍ أَلاَ يَعْرِفُ خَيْلَهُ؟ قَالُوا: بَلَى، يَا رَسُولَ اللهِ، قَالَ: فَإِنَّهُمْ يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ، وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ، فَلاَ يُذَادَنَّ رَجُلٌ عَن حَوْضِي كَمَا يُذَادُ الْبَعِيرُ الضَّالُّ، أُنَادِيهِمْ: أَلاَ هَلُمَّ، أَلاَ هَلُمَّ، أَلاَ هَلُمَّ، فَيُقَالُ: إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ، فَأَقُولُ: فَسُحْقًا، فَسُحْقًا، فَسُحْقًا.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের দিকে গেলেন এবং বললেন: "আসসালামু আলাইকুম, হে মুমিন জাতিগোষ্ঠীর আবাসস্থল! আর নিশ্চয়ই আমরা, যদি আল্লাহ চান, আপনাদের সাথে মিলিত হব। আমার একান্ত ইচ্ছা, যদি আমি আমাদের ভাইদের দেখতে পেতাম!"
সাহাবীগণ বললেন, "হে আল্লাহর রাসূল! আমরা কি আপনার ভাই নই?"
তিনি বললেন, "বরং তোমরা আমার সাথী (সাহাবী)। আর আমাদের ভাই হলো তারা, যারা এখনো আসেনি (অর্থাৎ পরে আসবে)। আর আমি হাউজে (কাউসারে) তাদের অগ্রগামী (প্রতীক্ষাকারী) থাকব।"
তারা (সাহাবীগণ) বললেন, "হে আল্লাহর রাসূল! আপনার উম্মতের মধ্যে যারা আপনার পরে আসবে, আপনি তাদের কীভাবে চিনতে পারবেন?"
তিনি বললেন, "তোমাদের কী মনে হয়, যদি কোনো ব্যক্তির এমন কিছু ঘোড়া থাকে যাদের কপাল ও পা সাদা, আর সেই ঘোড়াগুলো যদি সম্পূর্ণ কালো বা অনুজ্জ্বল বর্ণের ঘোড়ার পালের মধ্যে থাকে, তবে কি সে তার ঘোড়াগুলোকে চিনতে পারবে না?"
তারা বললেন, "হ্যাঁ, অবশ্যই, হে আল্লাহর রাসূল!"
তিনি বললেন, "নিশ্চয়ই তারা কিয়ামতের দিন ওযুর কারণে কপাল ও হাত-পায়ে সাদা চিহ্ন (নূর) নিয়ে উপস্থিত হবে। আর আমি হাউজে তাদের অগ্রগামী থাকব। তবে (আফসোস!) আমার হাউজ থেকে অবশ্যই কিছু লোককে তাড়িয়ে দেওয়া হবে, যেভাবে পথহারা উটকে তাড়িয়ে দেওয়া হয়। আমি তাদের ডাকব: ’এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো।’ তখন বলা হবে: ’নিশ্চয়ই এরা আপনার পরে (দ্বীন) পরিবর্তন করে দিয়েছে।’ তখন আমি বলব: ’তোমরা দূর হও, তোমরা দূর হও, তোমরা দূর হও।’"