الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (65)


65 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، عَن حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ جَلَسَ عَلَى الْمَقَاعِدِ، فَجَاءَ الْمُؤَذِّنُ فَآذَنَهُ بِصَلاَةِ الْعَصْرِ، فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ، ثُمَّ قَالَ: وَاللَّهِ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا، لَوْلاَ أَنَّهُ فِي كِتَابِ اللهِ مَا حَدَّثْتُكُمُوهُ، ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ يَقُولُ: مَا مِنِ امْرِئٍ يَتَوَضَّأُ، فَيُحْسِنُ وُضُوءَهُ، ثُمَّ يُصَلِّي الصَّلاَةَ، إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ الأَُخْرَى حَتَّى يُصَلِّيَهَا.
قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: أُرَاهُ يُرِيدُ هَذِهِ الآيَةَ: {وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ}.




অনুবাদঃ উসমান ইবনে আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

তিনি একটি আসনে উপবিষ্ট ছিলেন। তখন মুয়াজ্জিন এসে তাঁকে আসরের নামাজের খবর দিলেন। তিনি পানি আনালেন এবং উযু করলেন। এরপর তিনি বললেন: আল্লাহর শপথ! আমি তোমাদের কাছে একটি হাদীস বর্ণনা করব। যদি তা আল্লাহর কিতাবে (কুরআনে) না থাকত, তবে আমি তোমাদের তা বলতাম না।

এরপর তিনি বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি: “যে কোনো ব্যক্তি উত্তমরূপে উযু করে, অতঃপর সালাত (নামাজ) আদায় করে, সেই সালাত আদায় করা থেকে শুরু করে পরবর্তী সালাত আদায় করা পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়—যতক্ষণ না সে পরবর্তী সালাত আদায় করে।”

ইয়াহইয়া (ইবন ইয়াহইয়া) বলেন, ইমাম মালিক বলেছেন: আমি মনে করি, তিনি (উসমান রাঃ) এই আয়াতটি উদ্দেশ্য করেছেন: “আর তুমি দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই নেক আমলগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয়। যারা উপদেশ গ্রহণকারী, তাদের জন্য এটি একটি উপদেশ।” (সূরা হূদ, ১১:১১৪)।