موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
66 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن زَيْدِ بْنِ أَسْلَمَ، عَن عَطَاءِ بْنِ يَسَارٍ، عَن عَبْدِ اللهِ الصُّنَابِحِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ، فَتَمَضْمَضَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ، وَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنْفِهِ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ يَدَيْهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ، فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ، فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ، قَالَ: ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَى الْمَسْجِدِ وَصَلاَتُهُ نَافِلَةً لَهُ.
অনুবাদঃ আব্দুল্লাহ আস-সুনাবিহী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
যখন কোনো মুমিন বান্দা ওযু করে এবং সে কুলি করে, তখন তার মুখ থেকে পাপসমূহ বের হয়ে যায়। আর যখন সে নাকে পানি দিয়ে ঝেড়ে ফেলে (নাসিকা পরিষ্কার করে), তখন তার নাক থেকে পাপসমূহ বের হয়ে যায়। অতঃপর যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার মুখমণ্ডল থেকে পাপসমূহ বের হয়ে যায়, এমনকি তার চোখের পাতার নিচ থেকেও তা বের হয়ে যায়। অতঃপর যখন সে তার হাত দু’টি ধৌত করে, তখন তার হাত দু’টি থেকে পাপসমূহ বের হয়ে যায়, এমনকি তার হাতের নখের নিচ থেকেও তা বের হয়ে যায়। অতঃপর যখন সে তার মাথা মাসেহ করে, তখন তার মাথা থেকে পাপসমূহ বের হয়ে যায়, এমনকি তার কান দু’টি থেকেও (পাপ) বের হয়ে যায়। অতঃপর যখন সে তার পা দু’টি ধৌত করে, তখন তার পা দু’টি থেকে পাপসমূহ বের হয়ে যায়, এমনকি তার পায়ের নখের নিচ থেকেও তা বের হয়ে যায়।
(বর্ণনাকারী) বললেন: এরপর মসজিদে তার হেঁটে যাওয়া এবং তার সালাত আদায় করা তার জন্য (অতিরিক্ত) নফল হিসেবে গণ্য হয়।