موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
9 - وَحَدَّثَنِي عَن مالِكٍ، عَن يَزِيدَ بْنِ زِيَادٍ، عَن عَبْدِ اللهِ بْنِ رَافِعٍ، مَوْلَى أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ عَن وَقْتِ الصَّلاَةِ،؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: أَنَا أُخْبِرُكَ؛ صَلِّ الظُّهْرَ إِذَا كَانَ ظِلُّكَ مِثْلُكَ، وَالْعَصْرَ إِذَا كَانَ ظِلُّكَ مِثْلَيْكَ، وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَالْعِشَاءَ مَا بَيْنَكَ وَبَيْنَ ثُلُثِ اللَّيْلِ، وَصَلِّ الصُّبْحَ بِغَبَشٍ، يَعْنِي الْغَلَسَ.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে রাফি’— যিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী উম্মে সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর মুক্তদাস ছিলেন— তাঁকে সালাতের সময় সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, আমি তোমাকে বলছি:
যোহরের সালাত আদায় করো যখন তোমার ছায়া তোমার সমান হয়।
আর আসরের সালাত [আদায় করো] যখন তোমার ছায়া তোমার দ্বিগুণ হয়।
মাগরিবের সালাত [আদায় করো] যখন সূর্য ডুবে যায়।
আর ইশার সালাত [আদায় করো] রাতের এক তৃতীয়াংশের মধ্যবর্তী সময় পর্যন্ত।
এবং ফজরের সালাত ‘গাবাশ’ অর্থাৎ ‘গালাস’ (ভোরের আবছা অন্ধকার) অবস্থায় আদায় করো।