موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
8 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَتَبَ إِلَى أَبِي مُوسَى الأَشْعَرِيِّ: أَنْ صَلِّ الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ، قَدْرَ مَا يَسِيرُ الرَّاكِبُ ثَلاَثَةَ فَرَاسِخَ، وَأَنْ صَلِّ الْعِشَاءَ مَا بَيْنَكَ وَبَيْنَ ثُلُثِ اللَّيْلِ، فَإِنْ أَخَّرْتَ فَإِلَى شَطْرِ اللَّيْلِ، وَلاَ تَكُنْ مِنَ الْغَافِلِينَ.
অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি আবু মূসা আল-আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট লিখলেন:
তুমি আসরের সালাত আদায় করবে যখন সূর্য শুভ্র ও পরিচ্ছন্ন থাকে—যা (সময় হিসাবে) ততটুকু, যতটুকু সময়ে একজন আরোহী তিন ফারসাখ পথ অতিক্রম করতে পারে। আর ইশার সালাত আদায় করবে মাগরিবের পর থেকে রাতের এক-তৃতীয়াংশের মধ্যে। যদি তুমি বিলম্ব করো, তবে তা (সর্বোচ্চ) রাতের অর্ধাংশ পর্যন্ত (আদায় করা যেতে পারে)। আর তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ো না।