الحديث


سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ





سنن الكبرى للنسائي (11923)


11923 - عَنْ عُبَيْدِ بْنِ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِهِ: { وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا} [الإسراء: 78] قَالَ: «يَشْهَدُهُ مَلَائِكَةُ اللَّيْلِ، وَمَلَائِكَةُ النَّهَارِ»




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহর এই বাণী— {আর ভোরের কুরআন (পাঠ)-এর প্রতি বিশেষ লক্ষ্য রাখবে। নিশ্চয় ভোরের কুরআন (পাঠ) বিশেষভাবে প্রত্যক্ষ করা হয়।} [সূরা ইসরা: ৭৮] প্রসঙ্গে বলেছেন: "এটিকে (অর্থাৎ ফজরের সালাতকে) রাত ও দিনের ফেরেশতাগণ প্রত্যক্ষ করেন।"