سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ
11924 - عَنْ عَمْرو بْنِ مَنْصُورٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَجَاءٍ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْجَوْزَاءِ الرَّبَعِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الْمُؤْمِنَ إِذَا حَضَرَهُ الْمَوْتُ، حَضَرَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ، فَإِذَا قُبِضَتْ نَفْسُهُ، جُعِلَتْ فِي حَرِيرَةٍ بَيْضَاءَ، فَيُنْطَلَقُ بِهَا إِلَى بَابِ السَّمَاءِ، فَيَقُولُونَ: مَا وَجَدْنَا رِيحًا أَطْيَبَ مِنْ هَذِهِ، فَيُقَالَ: دَعُوهُ يَسْتَرِيحُ، فَإِنَّهُ كَانَ فِي غُمٍّ، فَيُسْأَلُ: مَا فَعَلَ فُلَانٌ؟ مَا فَعَلَ فُلَانٌ؟ مَا فَعَلَتْ فُلَانَةُ؟ وَأَمَّا الْكَافِرُ، فَإِذَا قُبِضَتْ نَفْسُهُ، وَذَهَبَ بِهَا إِلَى بَابِ الْأَرْضِ، يَقُولُ خَزَنَةُ الْأَرْضِ، مَا وَجَدْنَا رِيحًا أَنْتُنَ مِنْ هَذِهِ، فَتَبْلُغُ بِهَا إِلَى الْأَرْضِ السُّفْلَى "
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
যখন কোনো মুমিনের মৃত্যু উপস্থিত হয়, তখন তার কাছে রহমতের ফেরেশতারা আসেন। যখন তার রূহ (জান/প্রাণ) কবজ করা হয়, তখন তাকে একটি সাদা রেশমের কাপড়ে রাখা হয়। এরপর তাকে নিয়ে আকাশের দরজার দিকে যাওয়া হয়। (ফেরেশতারা) তখন বলেন: আমরা এর চেয়ে উত্তম কোনো সুগন্ধি পাইনি। তখন বলা হয়: তাকে বিশ্রাম নিতে দাও, কেননা সে (দুনিয়াতে) কষ্টে ছিল। এরপর তাকে জিজ্ঞেস করা হয়: অমুক কী করেছে? অমুক কী করেছে? অমুক নারী কী করেছে?
আর কাফিরের (অবিশ্বাসীর) কথা হলো, যখন তার রূহ কবজ করা হয় এবং তাকে নিয়ে জমিনের দরজার দিকে যাওয়া হয়, তখন জমিনের রক্ষকগণ (ফেরেশতারা) বলেন: আমরা এর চেয়ে দুর্গন্ধযুক্ত আর কোনো গন্ধ পাইনি। এরপর তাকে নিয়ে নিম্নতম ভূমিতে পৌঁছানো হয়।