الحديث


سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ





سنن الكبرى للنسائي (11926)


11926 - عَنْ عُبَيْدِ اللهِ بْنِ سَعِيدٍ، عَنْ مُعَاذِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ قَتَادَةَ، عَنْ قَسَامَةَ بْنِ زُهَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا حُضِرَ الْمُؤْمِنُ، أَتَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ بِحَرِيرَةٍ بَيْضَاءَ، فَيَقُولُونَ: اخْرُجِي رَاضِيَةً مَرْضِيًّا عَنْكِ إِلَى رَوْحِ اللهِ وَرَيْحَانٍ، وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ، فَتَخْرُجُ كَأَطْيَبِ رِيحِ مِسْكٍ، حَتَّى إِنَّهُ لِيُنَاوِلُهُ بَعْضُهُمْ بَعْضًا، حَتَّى يَأْتُونَ بِهِ بَابَ - يَعْنِي - السَّمَاءِ، فَيَقُولُونَ: مَا أَطْيَبَ هَذِهِ الرِّيحِ الَّتِي جَاءَتْكُمْ مِنَ الْأَرْضِ فَيَأْتُونَ بِهِ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ، فَلَهُمْ أَشَدُّ فَرَحًا بِهِ مِنْ أَحَدِكُمْ بِغَائِبِهِ يَقْدَمُ عَلَيْهِ، فَيَسْأَلُونَهُ: مَا فَعَلَ فُلَانٌ؟ مَا فَعَلَ فُلَانٌ؟ فَيَقُولُونَ: دَعُوهُ، فَإِنَّهُ كَانَ فِي غُمِّ الدُّنْيَا، فَإِذَا قَالَ: أَمَا أَتَاكُمْ؟ قَالَوا: ذُهِبَ بِهِ إِلَى أُمِّهِ الْهَاوِيَةِ، وَإِنَّ الْكَافِرَ إِذَا حُضِرَ أَتَتْهُ مَلَائِكَةُ الْعَذَابِ بِمِسْحٍ، فَيَقُولُونَ: اخْرُجِي سَاخِطَةً مَسْخُوطًا عَلَيْكِ إِلَى عَذَابِ اللهِ، فَتَخْرُجُ كَأَنْتَنِ رِيحِ جِيفَةٍ، حَتَّى يَأْتُونَ بِهِ بَابَ الْأَرْضِ، فَيَقُولُونَ: مَا أَنْتُنَ هَذِهِ الرِّيحُ حَتَّى يَأْتُونَ بِهِ أَرْوَاحَ الْكُفَّارِ "




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

যখন কোনো মুমিনের (মৃত্যুর) সময় উপস্থিত হয়, তখন তার কাছে সাদা রেশম (বা কাপড়) নিয়ে রহমতের ফেরেশতারা আসেন। তারা বলেন: বের হয়ে এসো! তুমি সন্তুষ্ট এবং তোমার প্রতিও আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর আরাম ও সুগন্ধির দিকে এবং এমন রবের দিকে যাও, যিনি ক্রোধান্বিত নন।

তখন তা (আত্মা) মিশকের সর্বোত্তম সুবাসের মতো বের হয়ে আসে। এমনকি ফেরেশতারা একে অপরের কাছে এটি হস্তান্তর করতে থাকেন, অবশেষে তারা তা নিয়ে আসমানের দরজায় উপস্থিত হন। তারা (আসমানের ফেরেশতারা) বলেন: কী চমৎকার সুবাস এইটি, যা তোমাদের কাছে পৃথিবী থেকে এসেছে!

অতঃপর তারা এটিকে মুমিনদের আত্মার কাছে নিয়ে আসে। মুমিন আত্মারা তার আগমনে এত বেশি আনন্দিত হয়, যতটা আনন্দিত হও তোমরা তোমাদের অনুপস্থিত প্রিয়জন ফিরে এলে। তারা তাকে জিজ্ঞাসা করে: অমুক কী করেছে? অমুক কী করেছে? (অন্য মুমিন আত্মারা) বলে: তাকে ছেড়ে দাও। কারণ সে দুনিয়ার দুশ্চিন্তায় ছিল।

যখন সে (নতুন আগত আত্মা) জিজ্ঞেস করে: অমুক কি তোমাদের কাছে আসেনি? তখন তারা (অন্য মুমিন আত্মা) বলে: তাকে তার মা ‘হাওয়িয়ার’ (জাহান্নামের গভীর গহ্বর) দিকে নিয়ে যাওয়া হয়েছে।

আর নিশ্চয়ই কাফিরের যখন (মৃত্যুর) সময় উপস্থিত হয়, তখন আজাবের ফেরেশতারা তার কাছে মোটা চট (বা বস্তা) নিয়ে আসেন। তারা বলেন: বের হয়ে এসো! তুমি অসন্তুষ্ট এবং তোমার প্রতিও আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহর কঠোর শাস্তির দিকে।

তখন তা (আত্মা) মৃত লাশের পচা দুর্গন্ধের মতো বের হয়ে আসে। অবশেষে তারা তা নিয়ে পৃথিবীর দরজায় আসে। (পৃথিবীর দরজার ফেরেশতারা) বলেন: কী জঘন্য দুর্গন্ধ এইটি! অবশেষে তারা এটিকে কাফিরদের আত্মার কাছে নিয়ে যায়।