سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ
سنن الكبرى للنسائي (11930)
11930 - عَنْ مُحَمَّدِ بْنِ الْعَلَاءِ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ، فَأَبَتْ، فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحُ»
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজের শয্যার দিকে আহ্বান করে, কিন্তু সে (স্ত্রী) তা প্রত্যাখ্যান করে, আর সে (স্বামী) তার প্রতি রাগান্বিত অবস্থায় রাত অতিবাহিত করে, তখন ফেরেশতারা সকাল হওয়া পর্যন্ত তাকে (ঐ স্ত্রীকে) লানত (অভিসম্পাত) করতে থাকে।