سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
سنن سعيد بن منصور (34)
34 - سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: أُتِيَ عَلِيٌّ فِي رَجُلٍ مَاتَ وَتَرَكَ أَبَوَيْهِ وَابْنَتَيْهِ وَامْرَأَتَهُ فَقَالَ عَلِيٌّ لِلْمَرْأَةِ: «أَرَى ثُمُنَكِ صَارَ تُسْعًا»
অনুবাদঃ আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
তাঁর নিকট এমন এক ব্যক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলো, যে মৃত্যুবরণ করেছে এবং রেখে গেছে তার পিতা-মাতা, দুই কন্যা এবং তার স্ত্রীকে। তখন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেই স্ত্রীকে বললেন: "আমি দেখছি, তোমার (স্বাভাবিক) এক-অষ্টমাংশ অংশটি এখন এক-নবাংশে পরিণত হয়েছে।"