الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2978)


2978 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا عَطَّافُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنِي صِدِّيقُ بْنُ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَاسْتَنَاخَتْ بِهِ رَاحِلَتُهُ بَيْنَ دَارِ جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ وَدَارِ الْحَسَنِ بْنِ زَيْدٍ، فَأَتَاهُ النَّاسُ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ الْمَنْزِلُ، فَانْبَعَثَتْ بِهِ رَاحِلَتُهُ، فَقَالَ: " دَعُوهَا، فَإِنَّهَا مَأْمُورَةٌ، ثُمَّ خَرَجَتْ بِهِ حَتَّى جَاءَتْ بِهِ بَابَ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ فَاسْتَنَاخَتْ بِهِ، فَأَتَاهُ النَّاسُ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ الْمَنْزِلُ، فَانْبَعَثَتْ بِهِ رَاحِلَتُهُ، فَقَالَ: دَعُوهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ، ثُمَّ خَرَجَتْ بِهِ حَتَّى جَاءَتْ بِهِ مَوْضِعَ الْمِنْبَرِ فَاسْتَنَاخَتْ بِهِ ثُمَّ تَحَلَّلَتْ، وَلِلنَّاسِ ثَمَّ عَرِيشٌ كَانُوا يَرُشُّونَهُ، وَيُقِيمُونَهُ، وَيَتَبَّرَدُونَ فِيهِ فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ رَاحِلَتِهِ فَأَوَى إِلَى الظِّلِّ، فَنَزَلَ فِيهِ وَأَتَاهُ -[401]- أَبُو أَيُّوبَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ مَنْزِلِي أَقْرَبُ الْمَنَازِلِ إِلَيْكَ فَانْقُلْ رَحْلَكَ إِلَيَّ، قَالَ: «نَعَمْ» فَذَهَبَ بِرَحْلِهِ إِلَى الْمَنْزِلِ، ثُمَّ أَتَاهُ رَجُلٌ آخَرُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ انْزَلْ عَلَيَّ، فَقَالَ: «إِنَّ الرَّجُلَ مَعَ رَحْلِهِ حَيْثُ كَانَ» وَثَبَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَرِيشِ حَتَّى صَلَّى بِالنَّاسِ فِيهِ ثِنْتَيْ عَشْرَةَ لَيْلَةً




অনুবাদঃ সিদ্দীক ইবনে মূসা ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করলেন। তখন তাঁর উটনীটি জাফর ইবনে মুহাম্মাদ ইবনে আলী এবং হাসান ইবনে যায়িদের ঘরের মাঝখানে বসে পড়ল। অতঃপর লোকেরা তাঁর কাছে এসে বলল, "হে আল্লাহর রাসূল! আপনি এখানে অবস্থান করুন।" তখন তাঁর উটনীটি উঠে চলতে শুরু করল। তিনি বললেন, "ওকে ছেড়ে দাও। কেননা সে নির্দেশপ্রাপ্ত (আল্লাহর পক্ষ থেকে)।"

এরপর উটনীটি তাঁকে নিয়ে চলল যতক্ষণ না সে আবূ আইয়ূব আল-আনসারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর দরজার কাছে আসলো এবং সেখানে বসে পড়ল। তখন লোকেরা তাঁর কাছে এসে বলল, "হে আল্লাহর রাসূল! আপনি এখানে অবস্থান করুন।" কিন্তু উটনীটি আবার উঠে চলতে শুরু করল। তিনি বললেন, "ওকে ছেড়ে দাও। কেননা সে নির্দেশপ্রাপ্ত।"

এরপর উটনীটি তাঁকে নিয়ে চলল এবং মিম্বরের জায়গায় এসে বসে পড়ল। এরপর সে শান্ত হলো (বা বোঝা নামাল)। আর সেখানে (তখন) লোকদের জন্য একটি চালা/ছাউনি ছিল, যেখানে তারা পানি ছিটিয়ে ঠাণ্ডা রাখত, সেটিকে দাঁড় করাতো এবং সেখানে শীতলতা লাভ করতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটনী থেকে নামলেন এবং সেই ছায়ায় আশ্রয় নিলেন।

অতঃপর আবূ আইয়ূব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর কাছে আসলেন এবং বললেন, "হে আল্লাহর রাসূল! আমার ঘর আপনার সবচেয়ে কাছে। তাই আপনার জিনিসপত্র আমার ঘরে নিয়ে চলুন।" তিনি বললেন, "হ্যাঁ।" অতঃপর (আবূ আইয়ূব) তাঁর জিনিসপত্র ঘরে নিয়ে গেলেন।

এরপর অন্য একজন লোক তাঁর কাছে এসে বলল, "হে আল্লাহর রাসূল! আপনি আমার ঘরে মেহমান হোন।" তিনি বললেন, "মানুষ যেখানে তার জিনিসপত্র থাকে সেখানেই অবস্থান করে।"

আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চালাতেই অবস্থান করলেন, এমনকি তিনি লোকদের নিয়ে সেখানে বারো রাত নামায পড়লেন।