المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ
1189 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، قَالَ: ثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ ، قَالَ: أَنَا عِمْرَانُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ ، عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ أَنَّهُ: «أَهْدَى لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم نَاقَةً - أَوْ قَالَ: هَدِيَّةً - فَقَالَ لَهُ: أَسْلَمْتَ؟ قَالَ: لَا، قَالَ: إِنِّي نُهِيتُ عَنْ زَبْدِ الْمُشْرِكِينَ (وَعَنْ وَهْبَتِهِمْ)».
অনুবাদঃ হযরত ইয়াদ ইবনে হিমার আল-মুজাশিঈ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে একটি উটনী—অথবা বলেছেন: একটি হাদিয়া—উপহার দিলেন। তখন তিনি (রাসূলুল্লাহ সাঃ) তাকে বললেন: তুমি কি ইসলাম গ্রহণ করেছ? সে বলল: না। তিনি বললেন: আমাকে মুশরিকদের হাদিয়া (উপহার) গ্রহণ করতে নিষেধ করা হয়েছে (এবং তাদের দান গ্রহণ করতেও)।
[নোটঃ AI দ্বারা অনূদিত]