الحديث


المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ





المنتقى لابن الجارود (44)


44 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، قَالَ: ثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ ، قَالَ: ثَنَا شُعْبَةُ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَذْهَبُ لِحَاجَتِهِ فَأَتْبَعُهُ أَنَا وَغُلَامٌ مِنَّا بِالْإِدَاوَةِ، فَإِذَا قَضَى حَاجَتَهُ نَاوَلْتُهُ الْإِدَاوَةَ، فَيَسْتَنْجِي».‌




অনুবাদঃ আনাস ইবনে মালেক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর প্রয়োজনে (প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য) যেতেন, তখন আমি এবং আমাদের একজন বালক একটি পানির পাত্র (চামড়ার মশক) নিয়ে তাঁর অনুসরণ করতাম। যখন তিনি তাঁর প্রয়োজন শেষ করতেন, আমি তাঁকে পাত্রটি ধরিয়ে দিতাম, অতঃপর তিনি ইস্তিনজা করতেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]