سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী
سنن الدارقطني (10)
10 - وَذَكَرَهُ جَعْفَرُ بْنُ الْمُغَلِّسِ , حَدَّثَنِي عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي الْخَصِيبِ , نا أَبُو أُسَامَةَ , ثنا الْوَلِيدُ بْنُ كَثِيرٍ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ بِهَذَا مِثْلَهُ. -[13]-
অনুবাদঃ মুহাম্মাদ ইবনু আব্বাদ ইবনু জা’ফর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,
জা’ফর ইবনুল মুগাল্লিস এই হাদীসটি উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আলী ইবনু মুহাম্মাদ ইবনু আবিল খাসীব, তিনি বলেন, আমাদেরকে বর্ণনা করেছেন আবূ উসামা, তিনি বলেন, আমাদেরকে বর্ণনা করেছেন আল-ওয়ালীদ ইবনু কাছীর; (তাঁরা সকলে) অনুরূপভাবে এই বর্ণনাটিই (অর্থাৎ পূর্বে বর্ণিত হাদীসটিই) বর্ণনা করেছেন।