سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী
21 - نا بِهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ , نا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ خُزَيْمَةَ , نا عَلِيُّ بْنُ سَلَمَةَ اللَّبَقِيُّ , نا عَبْدُ الْوَهَّابِ , بِذَلِكَ. وَرَوَاهُ عَاصِمُ بْنُ الْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ بْنِ عَوَّامٍ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ , عَنْ أَبِيهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَكَانَ فِي هَذِهِ الرِّوَايَةِ قُوَّةٌ لِرِوَايَةِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ , عَنْ أَبِيهِ , حَدَّثَ بِهِ عَنْ عَاصِمِ بْنِ الْمُنْذِرِ حَمَّادُ بْنُ سَلَمَةَ , وَخَالَفَهُ حَمَّادُ بْنُ زَيْدٍ , فَرَوَاهُ عَنْ عَاصِمِ بْنِ الْمُنْذِرِ , عَنْ أَبِي بَكْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ , عَنْ أَبِيهِ مَوْقُوفًا غَيْرَ مَرْفُوعٍ. وَكَذَلِكَ رَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ , عَنْ عَاصِمِ بْنِ الْمُنْذِرِ عَنْ رَجُلٍ لَمْ يُسَمِّهِ , عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفًا أَيْضًا
فَأَمَّا حَدِيثُ حَمَّادِ بْنِ سَلَمَةَ , عَنْ عَاصِمِ بْنِ الْمُنْذِرِ ,
অনুবাদঃ আবদুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
আসিম ইবনুল মুনযির ইবনুয যুবাইর ইবনু আওয়াম এটি উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার থেকে, তাঁর পিতা (ইবনে উমার রাঃ)-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এই কারণে এই বর্ণনাটি মুহাম্মাদ ইবনু ইসহাকের সেই বর্ণনাটিকে শক্তি যুগিয়েছে— যা মুহাম্মাদ ইবনু জা‘ফর ইবনুয যুবাইর থেকে, উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার থেকে, তাঁর পিতা (ইবনে উমার রাঃ)-এর সূত্রে বর্ণিত। হাম্মাদ ইবনু সালামা আসিম ইবনুল মুনযির থেকে এটিকে বর্ণনা করেছেন। তবে হাম্মাদ ইবনু যায়দ তাঁর বিরোধিতা করেছেন; তিনি এটিকে আসিম ইবনুল মুনযির থেকে, আবু বকর ইবনু উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার থেকে, তাঁর পিতা (ইবনে উমার রাঃ)-এর সূত্রে ‘মাওকুফ’ (সাহাবির বক্তব্যে সীমাবদ্ধ) হিসেবে বর্ণনা করেছেন, ‘মারফু’ (নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বক্তব্যে উন্নীত) হিসেবে নয়। অনুরূপভাবে ইসমাঈল ইবনু উলাইয়্যাহও এটিকে আসিম ইবনুল মুনযির থেকে, একজন অনির্দিষ্ট ব্যক্তির সূত্রে, ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে ‘মাওকুফ’ হিসেবেই বর্ণনা করেছেন।
আর আসিম ইবনুল মুনযির থেকে হাম্মাদ ইবনু সালামার বর্ণিত হাদিসটি হলো...