الحديث


سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী





سنن الدارقطني (22)


22 - فَحَدَّثَنِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , نا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحَ , نا يَزِيدُ بْنُ هَارُونَ , أنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ عَاصِمِ بْنِ الْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ , قَالَ: دَخَلْتُ مَعَ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بُسْتَانًا فِيهِ مُقْرَاةُ مَاءٍ فِيهِ جِلْدُ بَعِيرٍ مَيِّتٍ فَتَوَضَّأَ مِنْهُ , فَقُلْتُ لَهُ: أَتَوَضَّأُ مِنْهُ وَفِيهِ جِلْدُ بَعِيرٍ مَيِّتٍ؟ , فَحَدَّثَنِي عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا بَلَغَ الْمَاءُ قُلَّتَيْنِ أَوْ ثَلَاثًا لَمْ يُنَجِّسْهُ شَيْءٌ».




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। আছিম ইবনে মুনযির ইবনে যুবাইর (রহ.) বলেন, আমি উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উমর-এর সাথে একটি বাগানে প্রবেশ করলাম। সেখানে পানি রাখার একটি পাত্র (বা হাউজ) ছিল, যাতে একটি মৃত উটের চামড়া রাখা ছিল। অতঃপর তিনি সেই পানি দিয়ে ওযু করলেন। আমি তাঁকে বললাম: আপনি কি এই পানি থেকে ওযু করছেন? অথচ এর মধ্যে একটি মৃত উটের চামড়া রয়েছে?

তখন তিনি তাঁর পিতা (আব্দুল্লাহ ইবনে উমর) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“যখন পানি দুই বা তিন কুল্লা (পরিমাণ) হয়, তখন কোনো কিছুই সেটিকে নাপাক করে না।”