سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী
65 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ , نا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ , نا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ , نا هِشَامٌ , عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ , " أَنَّ زِنْجِيًّا وَقَعَ فِي زَمْزَمَ يَعْنِي فَمَاتَ , فَأَمَرَ بِهِ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَأُخْرِجَ وَأَمَرَ بِهَا أَنْ تُنْزَحَ , قَالَ: فَغَلَبَتْهُمْ عَيْنٌ جَاءتْهُمْ مِنَ الرُّكْنِ , فَأَمَرَ بِهَا فَدُسِمَتْ بِالْقُبَاطِيِّ وَالْمَطَارِفِ حَتَّى نَزَحُوهَا فَلَمَّا نَزَحُوهَا انْفَجَرَتْ عَلَيْهِمْ "
অনুবাদঃ মুহাম্মদ ইবনে সীরীন (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:
যে, এক জনপদীয় (কৃষ্ণাঙ্গ) ব্যক্তি যমযমের কূপে পড়ে গিয়েছিল এবং মারা গিয়েছিল। তখন ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেই মৃতদেহকে বের করার নির্দেশ দিলেন এবং কূপের সমস্ত পানি সেচে ফেলার আদেশ দিলেন।
তিনি (মুহাম্মদ ইবনে সীরীন) বলেন: কিন্তু (পানি সেচার সময়) রুকন (কাবার কোণ) থেকে আগত একটি ঝর্ণা তাদের ওপর প্রবল হয়ে উঠল। তখন তিনি (ইবনে আব্বাস) সেই ঝর্ণাকে কুবাতী (সূক্ষ্ম মিশরীয় কাপড়) এবং মাতারীফ (মোটা চাদর বা শাল) দ্বারা ঢেকে বন্ধ করার নির্দেশ দিলেন, যতক্ষণ না তারা (পুরো পানি) সেচে ফেলল।
যখন তারা (পানি) সেচে শেষ করল, তখন তা (পানি) পুনরায় তাদের ওপর প্রবলভাবে উপচে পড়ল।