سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী
67 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , نا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ , نا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ , نا شُعْبَةُ , عَنْ مُغِيرَةَ , عَنْ إِبْرَاهِيمَ , أَنَّهُ كَانَ يَقُولُ: «كُلُّ نَفْسٍ سَائِلَةٌ لَا يُتَوَضَّأُ مِنْهَا , وَلَكِنْ رُخِّصَ فِي الْخُنْفِسَاءِ وَالْعَقْرَبِ وَالْجَرَادِ وَالْجُدْجُدِ إِذَا وَقَعْنَ فِي الرِّكَاءِ فَلَا بَأْسَ بِهِ». قَالَ شُعْبَةُ: وَأَظُنُّهُ قَدْ ذَكَرَ الْوَزَغَةَ
অনুবাদঃ ইবরাহীম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলতেন:
"প্রত্যেক প্রবাহিত রক্তবিশিষ্ট প্রাণী (পানিতে পড়ে মারা গেলে, সেই পানি দ্বারা) ওযু করা যাবে না। কিন্তু গুবরে পোকা, বিচ্ছু, পঙ্গপাল এবং ঝিঁঝিঁ পোকা যখন (সংরক্ষিত) পানিতে বা কূপে পড়ে যায়, তখন তাতে কোনো অসুবিধা নেই বলে ছাড় (রুখসাত) দেওয়া হয়েছে।"
শু’বা (রহ.) বলেন: আমার ধারণা, তিনি টিকটিকির কথাও উল্লেখ করেছিলেন।