مسند أحمد بن حنبل
Musnad Ahmad ibnu Hambal
মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল
27542 - حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، وَعَفَّانُ، قَالَا: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ عَفَّانُ فِي حَدِيثِهِ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: كَانَ قَتَادَةُ يَقُصُّ بِهِ عَلَيْنَا قَالَ: حَدَّثَنَا سَالِمُ بْنُ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيُّ، عَنْ حَدِيثِ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ، عَنْ حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ، يَرْوِيهِ عَنْ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مِثْلَهُ ثُمَّ رَجَعَ إِلَى حَدِيثِ عَبْدِ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ سَالِمٍ، عَنْ حَدِيثِ مَعْدَانَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، يَرْوِيهِ عَنْ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ سُورَةِ الْكَهْفِ
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ إسناده صحيح على شرط مسلم]
অনুবাদঃ ২৭৫৪২ - আবদুস সামাদ (রাহিমাহুল্লাহ) ও আফ্ফান (রাহিমাহুল্লাহ) আমাদের কাছে বর্ণনা করেন, তাঁরা বলেন: হাম্মাম (রাহিমাহুল্লাহ) আমাদের কাছে বর্ণনা করেন, আফ্ফান (রাহিমাহুল্লাহ) তাঁর হাদিসে বলেন: হাম্মাম (রাহিমাহুল্লাহ) আমাদের কাছে বর্ণনা করেন, তিনি বলেন: ক্বাতাদাহ (রাহিমাহুল্লাহ) এটি আমাদের কাছে বলতেন, তিনি বলেন: সালিম ইবনে আবিল জা'দ আল-গাত্বাফানী (রাহিমাহুল্লাহ) আমাদের কাছে মা'দান ইবনে আবী তালহা আল-ইয়ামুরী (রাহিমাহুল্লাহ)-এর হাদিস থেকে, তিনি আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণনা করেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, এরপর তিনি এর অনুরূপ উল্লেখ করেন, তারপর আবদুস সামাদ (রাহিমাহুল্লাহ)-এর হাদিসে ফিরে আসেন, তিনি বলেন: হাম্মাম (রাহিমাহুল্লাহ) আমাদের কাছে বর্ণনা করেন, তিনি ক্বাতাদাহ (রাহিমাহুল্লাহ) থেকে , তিনি সালিম (রাহিমাহুল্লাহ) থেকে, তিনি মা'দান (রাহিমাহুল্লাহ)-এর হাদিস থেকে, তিনি আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: যে ব্যক্তি সূরা আল-কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখবে।
[নোটঃ AI দ্বারা অনূদিত]