الحديث


مسند أحمد بن حنبل
Musnad Ahmad ibnu Hambal
মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





مسند أحمد بن حنبل (27647)


27647 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَدَّادٍ، عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِحْدَى صَلَاتَيِ الْعَشِيِّ - الظُّهْرِ أَوِ الْعَصْرِ - وَهُوَ حَامِلُ الحَسَنِ أَوْ الْحُسَيْنِ فَتَقَدَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَهُ، ثُمَّ كَبَّرَ لِلصَّلَاةِ، فَصَلَّى، فَسَجَدَ بَيْنَ ظَهْرَيْ صَلَاتِهِ سَجْدَةً أَطَالَهَا، قَالَ أَبِي: رَفَعْتُ رَأْسِي ، فَإِذَا الصَّبِيُّ عَلَى ظَهَرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ سَاجِدٌ، فَرَجَعْتُ فِي سُجُودِي، فَلَمَّا قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ، قَالَ النَّاسُ: يَا رَسُولَ اللهِ، إِنَّكَ سَجَدْتَ بَيْنَ ظَهْرَيِ الصَّلَاةِ سَجْدَةً أَطَلْتَهَا، حَتَّى ظَنَنَّا أَنَّهُ قَدْ حَدَثَ أَمْرٌ، أَوْ أَنَّهُ يُوحَى إِلَيْكَ؟ قَالَ: " كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ، وَلَكِنَّ ابْنِي ارْتَحَلَنِي، فَكَرِهْتُ أَنْ أُعَجِّلَهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح]




অনুবাদঃ
২৭৬৪৭ - শাদ্দাদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহর বা আসর এর কোনো সালাতের জন্য বাইরে তাশরীফ আনলেন , তখন তিনি হাসান রাদ্বিয়াল্লাহু আনহু বা হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহুকে কোলে উঠিয়ে রেখেছিলেন । এগিয়ে গিয়ে তাঁকে একপাশে বসিয়ে দিলেন এবং সালাতের জন্য তাকবীর বলে সালাত শুরু করে দিলেন । সেজদায় গেলেন তো খুব দীর্ঘ করে দিলেন । আমি মাঝখানে মাথা উঠিয়ে দেখলাম যে, একটি শিশু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিঠের উপর সওয়ার ছিল এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদাতেই ছিলেন । আমি এটা দেখে আবার সেজদায় চলে গেলাম । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত থেকে ফারেগ হলেন, তখন লোকেরা আরয করল: ইয়া রাসূলাল্লাহ! আজ তো আপনি এই সালাতে অনেক লম্বা সেজদা করলেন , আমরা তো মনে করেছিলাম যে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে বা আপনার উপর ওহী নাযিল হচ্ছে? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “এদের মধ্যে কিছুই হয়নি । তবে আমার এই পুত্র আমার উপর সওয়ার হয়ে গিয়েছিল , আমি তার নিজের ইচ্ছা পূরণ হওয়ার আগে তাকে তাড়াতাড়ি উঠতে বলা ভালো মনে করিনি” ।

[নোটঃ AI দ্বারা অনূদিত]