الحديث


مسند أحمد بن حنبل
Musnad Ahmad ibnu Hambal
মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





مسند أحمد بن حنبل (27583)


27583 - حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا حَفْصٌ السَّرَّاجُ، قَالَ: سَمِعْتُ شَهْرًا، يَقُولُ: حَدَّثَتْنِي أَسْمَاءُ بِنْتُ يَزِيدَ، أَنَّهَا كَانَتْ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالرِّجَالُ وَالنِّسَاءُ قُعُودٌ عِنْدَهُ فَقَالَ: " لَعَلَّ رَجُلًا يَقُولُ: مَا يَفْعَلُ بِأَهْلِهِ، وَلَعَلَّ امْرَأَةً تُخْبِرُ بِمَا فَعَلَتْ مَعَ زَوْجِهَا فَأَرَمَّ الْقَوْمُ " فَقُلْتُ: إِي وَاللهِ يَا رَسُولَ اللهِ، إِنَّهُنَّ لَيَقُلْنَ وَإِنَّهُمْ لَيَفْعَلُونَ قَالَ: " فَلَا تَفْعَلُوا فَإِنَّمَا مِثْلُ ذَلِكَ مِثْلُ الشَّيْطَانُ لَقِيَ شَيْطَانَةً فِي طَرِيقٍ فَغَشِيَهَا وَالنَّاسُ يَنْظُرُونَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




অনুবাদঃ
২৭৫৮৩ - আসমা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে উপস্থিত ছিলেন । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সেই সময় অনেক পুরুষ ও মহিলা একত্র ছিলেন । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “হতে পারে যে, এক সময়ে পুরুষরা এই কথা বলতে শুরু করবে যে, সে তার স্ত্রীর সাথে কী করে , আর মহিলা এই কথা বলতে শুরু করবে যে, সে তার স্বামীর সাথে কী করে?”
লোকেরা এতে নীরব রইল । তখন আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর কসম! এই কথাগুলো তো মহিলারাই বলে এবং পুরুষরাও বর্ণনা করে । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “কিন্তু তোমরা এমন করো না । কারণ এর উদাহরণ এমন, যেন কোনো শয়তান কোনো শয়তানী মহিলার সাথে রাস্তায় দেখা করে এবং লোকেদের সামনেই তার সাথে بدکاری (ব্যভিচার) করতে শুরু করে” ।

[নোটঃ AI দ্বারা অনূদিত]