الحديث


مسند أحمد بن حنبل
Musnad Ahmad ibnu Hambal
মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





مسند أحمد بن حنبل (27615)


27615 - حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ سَلْمَى ، قَالَتْ: اشْتَكَتْ فَاطِمَةُ شَكْوَاهَا الَّتِي قُبِضَتْ فِيهَا، فَكُنْتُ أُمَرِّضُهَا، فَأَصْبَحَتْ يَوْمًا كَأَمْثَلِ مَا رَأَيْتُهَا فِي شَكْوَاهَا تِلْكَ، قَالَتْ: وَخَرَجَ عَلِيٌّ لِبَعْضِ حَاجَتِهِ، فَقَالَتْ: " يَا أُمَّهْ اسْكُبِي لِي غُسْلًا "، فَاغْتَسَلَتْ كَأَحْسَنِ مَا رَأَيْتُهَا تَغْتَسِلُ، ثُمَّ قَالَتْ: " يَا أُمَّهْ أَعْطِينِي ثِيَابِيَ الْجُدُدَ "، فَأَعْطَيْتُهَا فَلَبِسَتْهَا، ثُمَّ قَالَتْ: " يَا أُمَّهْ قَدِّمِي لِي فِرَاشِي وَسَطَ الْبَيْتِ " فَفَعَلْتُ، وَاضْطَجَعَتْ، وَاسْتَقْبَلَتِ الْقِبْلَةَ، وَجَعَلَتْ يَدَهَا تَحْتَ خَدِّهَا ثُمَّ قَالَتْ: " يَا أُمَّهْ إِنِّي مَقْبُوضَةٌ الْآنَ، وَقَدْ تَطَهَّرْتُ الْآَنَ ، فَلَا يَكْشِفُنِي أَحَدٌ " فَقُبِضَتْ مَكَانَهَا قَالَتْ: فَجَاءَ عَلِيٌّ فَأَخْبَرْتُهُ •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




অনুবাদঃ
২৭৬১৫ - উম্মে সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যখন ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা রোগাক্রান্ত অবস্থায় ছিলেন, তখন আমি তাঁর সেবা - শুশ্রূষা করতাম । একদিন আমি তাঁর কাছে পৌঁছলাম, তখন আমি তাঁকে এমন উন্নত অবস্থায় পেলাম যা আমি রোগের দিনগুলোতে দেখিনি । আলী রাদ্বিয়াল্লাহু আনহু সেই সময় কোনো কাজে বাইরে গিয়েছিলেন । ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা আমাকে বললেন: আম্মাজান! আমার জন্য গোসলের পানি রেখে দিন । আমি তাঁর জন্য গোসলের পানি রাখলাম । তিনি এত সুন্দরভাবে গোসল করলেন যা আমি রোগের দিনগুলোতে তাঁকে এমনভাবে গোসল করতে দেখিনি । এরপর তিনি বললেন: আম্মাজান! আমাকে আমার নতুন কাপড়গুলো দিন । আমি তাঁকে সেই কাপড়গুলো দিলাম । তিনি সেই কাপড়গুলো পরিধান করলেন এবং বললেন: আম্মাজান! আমার বিছানা ঘরের মাঝখানে করে দিন । আমি তাই করলাম এবং তিনি সেখানে এসে কিবলার দিকে মুখ করে শুয়ে পড়লেন এবং তাঁর হাত নিজের গালের নিচে রাখলেন এবং বললেন: আম্মাজান! এখন আমার রূহ (প্রাণ) কবজ হতে চলেছে । আমি গোসল করে নিয়েছি, অতএব কেউ যেন আমার শরীর থেকে কাপড় না সরায় । ফলস্বরূপ সেই জায়গাতেই তাঁর রূহ কবজ হয়ে গেল এবং আলী রাদ্বিয়াল্লাহু আনহু আসলেন, তখন আমি তাঁকে জানিয়ে দিলাম ।

[নোটঃ AI দ্বারা অনূদিত]