الحديث


صحيح الجامع الصغير وزيادته
Sahihul Jami
সহীহুল জামি





صحيح الجامع الصغير وزيادته (10)


10 - «آمركم بأربع وأنهاكم عن أربع آمركم بالإيمان بالله وحده أتدرون ما الإيمان بالله وحده؟ شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وأن تؤدوا خمس ما غنمتم وأنهاكم عن الدباء والنقير والحنتم والمزفت احفظوهن وأخبروا بهن من وراءكم» .


تحقيق الشيخ ناصر الدين الألباني:

() … [ق، 3] عن ابن عباس.




অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

আমি তোমাদেরকে চারটি জিনিসের নির্দেশ দিচ্ছি এবং চারটি জিনিস থেকে নিষেধ করছি। আমি তোমাদেরকে একক আল্লাহর প্রতি ঈমান আনার নির্দেশ দিচ্ছি। তোমরা কি জানো, একক আল্লাহর প্রতি ঈমান কী? (তা হলো) সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ (উপাস্য) নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল। আর সালাত (নামাজ) প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা এবং রমাদানের সিয়াম (রোযা) পালন করা। এবং তোমরা যা গনীমত (যুদ্ধলব্ধ সম্পদ) হিসেবে লাভ করো, তার এক-পঞ্চমাংশ (খুমুস) আদায় করা। আর আমি তোমাদেরকে নিষেধ করছি দুব্বা (কুমড়োর খোলের পাত্র), নাকীর (খেজুর গাছের মূলের পাত্র), হানতাম (সবুজ মাটির কলসি) এবং মুযাফ্ফাত (আলকাতরা মাখানো পাত্র) ব্যবহার করতে। তোমরা এইগুলি মুখস্থ রাখো এবং তোমাদের পরবর্তী প্রজন্মের লোকদেরকে এ সম্পর্কে জানিয়ে দাও।