صحيح الجامع الصغير وزيادته
Sahihul Jami
সহীহুল জামি
صحيح الجامع الصغير وزيادته (12)
12 - «آمركم بثلاث وأنهاكم عن ثلاث آمركم أن تعبدوا الله ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وتسمعوا وتطيعوا لمن ولاه الله أمركم وأنهاكم عن قيل وقال وكثرة السؤال وإضاعة المال» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(صحيح) … [حل] عن أبى هريرة. الصحيحة 685.
অনুবাদঃ আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আমি তোমাদের তিনটি বিষয়ে আদেশ করি এবং তিনটি বিষয়ে নিষেধ করি। আমি তোমাদের আদেশ করি: তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সাথে কোনো কিছুকে শরীক করবে না, আর তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে (দ্বীনকে) মজবুতভাবে ধারণ করো এবং বিভক্ত হবে না, এবং যারা তোমাদের ব্যাপারে আল্লাহ কর্তৃক কর্তৃত্বপ্রাপ্ত, তাদের কথা শুনবে ও মান্য করবে। আর আমি তোমাদের নিষেধ করি: অনর্থক কথা (ক্বীল ওয়া ক্বাল), অধিক প্রশ্ন করা এবং সম্পদ নষ্ট করা থেকে।