صحيح الجامع الصغير وزيادته
Sahihul Jami
সহীহুল জামি
73 - «أتاني جبريل فقال: يا محمد! عش ما شئت فإنك ميت وأحبب من شئت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به واعلم أن شرف المؤمن قيامه بالليل وعزه استغناؤه عن الناس» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(حسن) … [الشيرازي في الألقاب، ك، هب] عن سهل بن سعد [هب] عن جابر، [حل] عن علي. الصحيحة831.
অনুবাদঃ জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আমার কাছে জিবরীল (আঃ) এসে বললেন: ‘হে মুহাম্মাদ! তুমি যতদিন চাও বেঁচে থাকো, তবে নিশ্চয়ই তুমি মৃত্যুবরণ করবে। আর যাকে খুশি ভালোবাসো, তবে নিশ্চয়ই তুমি তাকে ছেড়ে যাবে (তার থেকে বিচ্ছিন্ন হবে)। আর তুমি যা খুশি আমল করো, তবে নিশ্চয়ই তোমাকে তার প্রতিদান দেওয়া হবে। এবং জেনে রাখো, মুমিনের সম্মান হলো রাতের (সালাতে) দণ্ডায়মান হওয়া (কিয়ামুল লাইল), আর তার মর্যাদা হলো মানুষের থেকে মুখাপেক্ষীহীন থাকা।’