الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (182)


182 - وفي رابعة، قال : ودخلنا على أبي بكر، فدعا بطعام فلم يجده، فقال: أين شاتكم التي ولدت؟ قالت: هي ذِه، فدعا بها فحلبها بيده، ثمَّ صنعوا لِبَأً فأكلَ، فصلى ولم يتوضأ، وتعشيت مع عمر، فأتي بقصعتين فوُضعت واحدةٌ بين يديه، والأخرى بين يدي القوم، فصلّى، ولم يتوضأ.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




অনুবাদঃ [যদিও এই হাদীসটির সনদ (Isnad) অংশে বর্ণনাকারীর নাম স্পষ্টভাবে দেওয়া নেই, বর্ণনাভঙ্গী অনুসারে এটি একজন তাবেঈ কর্তৃক সাহাবীদের কর্মের বিবরণ।]

(বর্ণনাকারী) বলেন: এবং চতুর্থবার, আমরা আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট প্রবেশ করলাম। তখন তিনি খাবার চাইলেন, কিন্তু তা পেলেন না।

তিনি জিজ্ঞাসা করলেন: তোমাদের সেই বকরীটি কোথায়, যেটি সদ্য বাচ্চা প্রসব করেছে?

সে (বকরীর মালিক) বলল: এই তো সেটি।

তিনি সেটি ডেকে আনলেন এবং নিজ হাতে দুধ দোহন করলেন। অতঃপর তারা সেই দুধ দিয়ে ‘লিবা’ (প্রথম দোহনের ঘন দুধ বা ক্ষীর) তৈরি করলেন এবং তিনি তা খেলেন। এরপর তিনি সালাত আদায় করলেন, কিন্তু (নতুন করে) ওযু করলেন না।

(বর্ণনাকারী আরও বলেন:) আমি উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে রাতের খাবার খেয়েছিলাম। তখন দুটি বড় খাবারের পাত্র আনা হলো। একটি তাঁর সামনে রাখা হলো এবং অন্যটি লোকজনের সামনে রাখা হলো। অতঃপর তিনি সালাত আদায় করলেন, কিন্তু (নতুন করে) ওযু করলেন না।