الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (203)


203 - عن سهل بن حُنَيْفٍ، قال : كنت ألقى من المذي شدة، فكنت أكثر الاغتسال منه، فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك؟ فقال: `إنَّما يجزيك منه الوضوء`. فقلت: فكيف بما أصابَ ثوبي منه؟ قال: `يكفيك أن تأخذَ كفًّا من ماء، فتنضح بها من ثوبِك`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `صحيح أبي داود` (205).




অনুবাদঃ সাহল ইবনু হুনাইফ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মাযি (প্রস্রাবের পূর্বে নির্গত হওয়া তরল)-এর কারণে খুব কষ্টে থাকতাম, তাই আমি এর কারণে প্রচুর গোসল করতাম। তখন আমি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম।

তিনি বললেন: ‘এর কারণে শুধু ওযু করাই তোমার জন্য যথেষ্ট হবে।’

আমি বললাম: ‘যদি আমার কাপড়ে তা লেগে যায়, তবে কী করব?’

তিনি বললেন: ‘তোমার জন্য যথেষ্ট হবে যে, তুমি এক আঁজলা পানি নেবে এবং তা দিয়ে তোমার কাপড়ের ওই স্থানটিতে ছিটিয়ে দেবে।’