الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (2053)


2053 - عن أَوسط بن عامر البجلي، قال : قدمتُ المدينة بعد وفاة رسول الله صلى الله عليه وسلم، فلقيت أَبا بكر يخطبُ النّاسَ، وقال : قامَ فينا رسول الله صلى الله عليه وسلم عامَ أَوّل - فخنقته العَبرة ثلاث مرّات -، ثمَّ قال: ` [يا] أَيّها الناسُ! سلوا الله المعافاة؛ فإِنّه لم يُعطَ أَحدٌ مثل اليقين بعد المعافاة، ولا أَشد من الريبة بعد الكفر، وعليكم بالصدق؛ فإِنّه يَهدي إلى البر، وهما في الجنّة، وإِيّاكم والكذبَ؛ فإِنّه يهدي إِلى الفجور، وهما في النَّار`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الروض النضير` (917).




অনুবাদঃ আওসাত ইবনে আমের আল-বাজালী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদীনায় আগমন করলাম। আমি আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে পেলাম, তিনি লোকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন।

তিনি বললেন: গত বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন—(বর্ণনাকারী বলেন) এ কথা বলার সময় তিনি তিনবার কান্নার কারণে রুদ্ধকণ্ঠ হলেন—অতঃপর তিনি বললেন: “হে মানবমণ্ডলী! তোমরা আল্লাহর কাছে মা’আফিয়াত (শারীরিক ও আত্মিক সুস্থতা ও নিরাপত্তা) প্রার্থনা করো। কেননা নিশ্চয়ই কাউকে মা’আফিয়াতের (সুস্থতা) পরে ইয়াক্বীন (দৃঢ় বিশ্বাস) এর মতো উত্তম কিছু দান করা হয়নি। আর কুফরের পরে কোনো সন্দেহ-সংশয়ের চেয়ে কঠিন (কিছু) নেই।

তোমরা অবশ্যই সত্যবাদিতাকে আঁকড়ে ধরো, কেননা তা নেকির (সৎকাজের) দিকে পরিচালিত করে। আর এ দুটিই (সত্যবাদিতা ও নেকি) জান্নাতে থাকবে। আর তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো, কারণ তা ফুজুর (পাপ ও অবাধ্যতা) এর দিকে পরিচালিত করে। আর এ দুটিই (মিথ্যা ও পাপ) জাহান্নামে থাকবে।”