الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (2054)


2054 - عن أَبي هريرة، قال: سمعتُ أَبا بكر رضوان الله عليه على هذا المنبر يقول … فذكر نحوه باختصار؛ إِلّا أنّه قال: `لن تؤتوا شيئًا بعد كلمة الإخلاص مثل العافية، فسلوا الله العافية`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله.




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে এই মিম্বরে বলতে শুনেছি। (তিনি আগের হাদীসের অনুরূপ সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন,) তবে তিনি (আবু বকর) বলেছেন:

"কালিমাতুল ইখলাস (একনিষ্ঠতার বাণী তথা শাহাদাহ)-এর পর তোমাদেরকে আফিয়াত (শারীরিক ও আত্মিক সুস্থতা ও নিরাপত্তা)-এর চেয়ে উত্তম আর কিছুই দেওয়া হবে না। অতএব তোমরা আল্লাহর কাছে আফিয়াত কামনা করো।"