الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (2064)


2064 - عن أَبي موسى، قال : أَتى النبيُّ صلى الله عليه وسلم أَعرابيًّا فأكرمه، فقال له: `ائتنا`، فأَتاه، فقال له رسول الله صلى الله عليه وسلم: `سل حاجتَك`. قال: ناقة نركبها، وأَعنز يحلبها أَهلي، فقال [رسول الله صلى الله عليه وسلم]: `أَعجزتم أَن تكونوا مثلَ عجوزِ بني إِسرائيل؟! `. قالوا: يا رسولَ الله! وما عجوزُ بني إِسرائيل؟ قال: `إِنَّ موسى عليه السلام لما سارَ ببني إسرائيل من مصر؛ ضَلّوا الطريق، فقال: ما هذا؟ فقال علماؤهم: [إِنَّ] يوسفَ عليه السلام لمّا حضره الموتُ؛ أَخذَ علينا موثقًا من الله، أَن لا نخرجَ من مصر حتّى ننقلَ عظامَه معنا، قال: [فـ] من يعلمُ موضعَ قبره؟ قال: عجوز من بني إسرائيل، فبعثَ إِليها، فأَتته فقال: دلِّيني على قبِر يوسفَ، قالت: حتّى تعطيني حُكمي، قال: وما حكمكِ؟ قالت: أكَونُ معَكَ في الجنّة، فكره أَن يعطيها ذلك، فأَوحى اللهُ إِليه أَن أَعطها حكمَها، فانطلقت بهم إِلى بحيرة [موضع] مستنقعِ ما، فقالت: انضبوا هذا الماء، فأنضبوه، فقالت: احتفروا، فاحتفروا، فاستخرجوا عظامَ يوسف، فلما أَقلّوه إِلى الأَرضِ؛ فَإِذا الطريقُ مثل ضوء النّهار`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - `الصحيحة` (313).




অনুবাদঃ আবু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক বেদুঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। তিনি তাকে সম্মান করলেন এবং বললেন: ’তুমি আবার এসো।’

অতঃপর সে (পুনরায়) এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: ‘তোমার প্রয়োজন (চাহিদা) পেশ করো।’ সে বলল: একটি উট, যাতে আমরা আরোহণ করতে পারি, আর কিছু ছাগল, যা থেকে আমার পরিবার দুধ দোহন করতে পারে।

অতঃপর [রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন: ‘তোমরা কি বনী ইসরাঈলের সেই বৃদ্ধার মতো হতেও অপারগ?!’ সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল! বনী ইসরাঈলের সেই বৃদ্ধা কে?

তিনি বললেন: ‘মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলকে নিয়ে মিসর থেকে রওনা হলেন, তখন তারা পথ হারিয়ে ফেলল। তিনি বললেন: এটা কী? তাদের আলেমরা বললেন: ইউসুফ আলাইহিস সালাম যখন মৃত্যুমুখে পতিত হন, তখন তিনি আমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছিলেন যে, আমরা যেন তাঁর হাড় (দেহাবশেষ) সঙ্গে না নিয়ে মিসর ত্যাগ না করি।’

তিনি (মূসা আঃ) জিজ্ঞেস করলেন: ‘কে তাঁর কবরের স্থান জানে?’ তারা বলল: বনী ইসরাঈলের এক বৃদ্ধা। মূসা (আঃ) তার কাছে লোক পাঠালেন। সে এসে উপস্থিত হলে তিনি বললেন: ইউসুফের কবরের স্থান আমাকে দেখিয়ে দাও। সে বলল: যতক্ষণ না আপনি আমাকে আমার প্রাপ্য (শর্ত) দেন। তিনি বললেন: তোমার প্রাপ্য কী?

সে বলল: আমি যেন জান্নাতে আপনার সঙ্গী হই। তিনি তাকে এই শর্ত দিতে অপছন্দ করলেন। অতঃপর আল্লাহ তাআলা তাঁর নিকট ওহী পাঠালেন: ‘তুমি তাকে তার প্রাপ্য (শর্ত) দিয়ে দাও।’

তখন সে তাদেরকে সাথে নিয়ে এক জলাশয়ের (পুকুরের মতো) কাছে গেল এবং বলল: এই পানি শুকিয়ে ফেলো। তারা পানি শুকিয়ে ফেলল। অতঃপর সে বলল: খনন করো। তারা খনন করল এবং ইউসুফের হাড় (দেহাবশেষ) বের করল। যখন তারা তা মাটি থেকে উপরে উঠাল, সঙ্গে সঙ্গে রাস্তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল।