صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
صحيح موارد الظمآن (2168)
2168 - عن أَنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: `هذا ابن آدمَ، وهذا أَجله`. ووضعَ يدَه عند قفاه، ثمَّ بسط يده فقال: `وثَمّ أمله، وثَمَّ أمله`.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `تخريج المشكاة` (5277/ التحقيق الثاني).
অনুবাদঃ আনাস ইবনে মালেক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "এই হলো আদম সন্তান, আর এই হলো তার আয়ুষ্কাল (মৃত্যুর নির্ধারিত সময়)।" এই বলে তিনি তাঁর হাত ঘাড়ের কাছে রাখলেন। এরপর তিনি তাঁর হাত প্রসারিত করে বললেন: "আর সেখানেই (দূরে) তার আকাঙ্ক্ষা, আর সেখানেই তার আকাঙ্ক্ষা।"