صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
صحيح موارد الظمآن (220)
220 - عن أبي هريرة، قال : صلّى بنا رسول اللهِ صلى الله عليه وسلم الصبح فغلَّس بها، ثمَّ صلّى الغداة فأسفر بها، ثمَّ قال: `أينَ السائل عن وقت صلاة الغداة؟ فيما بين صلاتَيْ أمسِ واليوم`.
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - `الصحيحة` (1115)، `صحيح أبي داود` (420).
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে এমন সময় ফজর (সুবহ) সালাত আদায় করলেন, যখন আকাশ খুব অন্ধকার ছিল (অর্থাৎ তাগলীস অবস্থায়)। এরপর তিনি আল-গাদাহ্ (ফজর) সালাত আদায় করলেন যখন আকাশ কিছুটা ফর্সা হয়ে এসেছিল (অর্থাৎ ইসফার অবস্থায়)। এরপর তিনি বললেন: “সালাতুল গাদাহর (ফজরের) সময় সম্পর্কে প্রশ্নকারী কোথায়? এর সময় হলো গতকাল ও আজকের (এই দুই সময়ের) মধ্যবর্তী।”