الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (2234)


2234 - عن عتبة بن عبد السلمي، قال: قال رسول الله صلى الله عليه وسلم: `إنَّ ربّي وعدني أن يدخلَ من أُمتي الجنّة سبعين أَلفًا بغيِر حساب، ثمَّ يُتبعُ كلَّ أَلفٍ [بـ] سبعين أَلفًا، ثمَّ يَحثي بكفّه ثلاث حثيات`. فكبّر عمر! فقال صلى الله عليه وسلم: `إنَّ السبعين الأَلف الأُول يشفِّعهم الله في آبائهم وأُمهاتهم وعشائرهم، وأَرجو أن يجعل الله أُمتي أَدنى الحثيات الأواخر`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - صحيح - `التعليقات الحسان` (7203).




অনুবাদঃ উতবাহ ইবনে আবদুস-সুলামী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘নিশ্চয় আমার রব আমাকে ওয়াদা দিয়েছেন যে, আমার উম্মাতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। অতঃপর তিনি (আল্লাহ) প্রত্যেক হাজার লোকের সাথে আরও সত্তর হাজার লোক যুক্ত করবেন। এরপর তিনি (আল্লাহ) তাঁর হাতের মুঠোয় তিন মুষ্টি ভরে নেবেন।’ তখন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকবীর দিলেন! তখন তিনি (নবী ﷺ) বললেন: ‘নিশ্চয়ই আল্লাহ্‌ প্রথম সত্তর হাজার লোককে তাদের পিতা-মাতা, উম্মাহাত (মাতা) এবং গোত্রীয় আত্মীয়-স্বজনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবেন। আর আমি আশা করি, আল্লাহ আমার উম্মতকে শেষের মুষ্টিসমূহের মধ্যে রাখবেন।’