الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (230)


230 - عن جابر، قال : خرجَ رسول اللهِ صلى الله عليه وسلم على أصحابِه ذات ليلة وهم ينتظرونَ العشاء؛ فقال: `صلّى الناس ورقدوا، وأنتم تنتظرونها، أما إنّكم في صلاة ما انتظرتموها`، ثمَّ قال: `لولا ضعفُ الضعيف، أو كِبرَ الكبير؛ لأخرت هذه الصلاة إلى شطرِ الليل`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `صحيح أبي داود` (449).




অনুবাদঃ জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের কাছে এলেন যখন তারা এশার সালাতের জন্য অপেক্ষা করছিলেন। অতঃপর তিনি বললেন, "লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে, আর তোমরা এখনো এর জন্য অপেক্ষা করছো। জেনে রাখো, যতক্ষণ তোমরা এর (সালাতের) অপেক্ষায় আছো, ততক্ষণ তোমরা সালাতের মধ্যেই আছো।"

এরপর তিনি বললেন, "যদি দুর্বল ব্যক্তির দুর্বলতা অথবা বৃদ্ধ ব্যক্তির বার্ধক্য না থাকতো, তবে আমি এই সালাতকে (এশার সালাতকে) রাতের মধ্যভাগ পর্যন্ত বিলম্বিত করতাম।"