صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
231 - عن ابن مسعود، قال : أخّر رسول اللهِ صلى الله عليه وسلم صلاة العشاء، ثمَّ خرجَ والناس ينتظرونَ الصلاة، فقال: `أما إنّه ليسَ من أهلِ الأديانِ أحد يذكر الله هذه الساعة غيركم`. ثمَّ نزلت عليه {لَيْسُوا سَوَاءً مِنْ أَهْلِ الْكِتَابِ أُمَّةٌ قَائِمَةٌ يَتْلُونَ آيَاتِ اللَّهِ آنَاءَ اللَّيْلِ وَهُمْ يَسْجُدُونَ}.
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - `التعليقات الحسان` (3/ 37/ 1528)، و`صحيح أبي داود` (447).
وهو في `الصحيحين` عن ابن عمر دون نزول الآية.
অনুবাদঃ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত বিলম্বিত করলেন। এরপর তিনি বের হলেন, যখন লোকেরা সালাতের জন্য অপেক্ষা করছিল। অতঃপর তিনি বললেন: ’সাবধান! এই মুহূর্তে (রাতের এই প্রহরে) আল্লাহকে স্মরণকারী তোমাদের ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারী আর কেউ নেই।’ এরপর তাঁর উপর এই আয়াতটি নাযিল হলো: {তারা সবাই সমান নয়। আহলে কিতাবের মধ্যে এমন একটি দলও রয়েছে, যারা প্রতিষ্ঠিত (আল্লাহর হুকুমের ওপর), তারা রাতের বিভিন্ন প্রহরে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তারা সিজদা করে।} (সূরা আলে ইমরান, ৩:১১৩)