الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (52)


52 - عن أبي سعيد، قال: قال رسول الله صلى الله عليه وسلم: `ما أكفر رجلٌ رجلاً [قط]؛ إلّا باء أحدهما بها؛ إن كانَ كافرًا؛ وإلّا كفر بتكفيِره`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - `الصحيحة` (2891).




অনুবাদঃ আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কোনো ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তিকে কাফির বলে, তখন সেই কুফরির দায়ভার তাদের দুজনের মধ্যে একজনের ওপর অবশ্যই বর্তায়। যদি সে (অভিযুক্ত ব্যক্তি) কাফির হয়ে থাকে (তবে অভিযোগকারী সঠিক)। অন্যথায়, তার (অভিযোগকারীর) এই কাফির বলার কারণে কুফরির দায়ভার তার নিজের ওপরই ফিরে আসে।