صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
79 - عن أبي حميد، وأبي أسيد، أنَّ النبيَّ صلى الله عليه وسلم قال: `إذا سمعتم الحديث عني، تعرفه قلوبكم، وتلين له أشعاركم وأبشاركم، وترونَ أنَّه منكم قريب؛ فأنا أولاكم به، وإذا سمعتم الحديث تنكره قلوبكم، وتنفر منه أشعاركم وأبشاركم، وترونَ أنّه منكم بعيد؛ فأنا أبعدكم منه` .
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - `الصحيحة` (732).
অনুবাদঃ আবু হুমাইদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও আবু উসাইদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমরা আমার পক্ষ থেকে কোনো হাদীস শোনো, যা তোমাদের অন্তরসমূহ চিনতে পারে (তাতে স্বস্তি পায়), যার কারণে তোমাদের পশম ও চামড়া কোমল হয়ে যায় (বিগলিত হয়), আর তোমরা মনে করো যে তা তোমাদের নিকটবর্তী (স্বাভাবিক); তবে আমিই এর জন্য তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উপযুক্ত। আর যখন তোমরা (আমার পক্ষ থেকে) কোনো হাদীস শোনো যা তোমাদের অন্তরসমূহ অস্বীকার করে, যার কারণে তোমাদের পশম ও চামড়া বিতৃষ্ণ হয়ে ওঠে, আর তোমরা মনে করো যে তা তোমাদের থেকে অনেক দূরে; তবে আমিই তা থেকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দূরে।”