صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
9 - عن رفاعة بن عَرابة الجهني، قال : صَدَرنا مع رسول اللهِ صلى الله عليه وسلم من مكة، فجعل ناس يسأذنونَ رسول اللهِ صلى الله عليه وسلم[إِلى أَهليهم]، فجعل يأذن لهم، فقال رسول اللهِ صلى الله عليه وسلم: `ما بالُ شِق الشجرة التي تلي رسول اللهِ صلى الله عليه وسلم أبغض إليكم من الشق الآخر؟! `. قال: فلم نرَ من القومِ إلّا باكيًا، قال: يقول أبو بكر: إنَّ الذي يستأذنك بعد هذا لسفيهٌ - في نفسي -، فقام رسول الله صلى الله عليه وسلم، فحمد الله وأثنى عليه - وكانَ إذا حلفَ قالَ: `والذي نفسي بيده - أشهد عند الله: ما منكم من أَحدٍ يؤمنُ بالله ثمَّ يسدد؛ إلّا سُلِكَ [به] في الجنّة، ولقد وعدني ربي أن يُدخلَ من أمتي الجنّة [سبعين أَلفًا] بغير حسابٍ ولا عذاب، وإنّي لأرجو أنْ لا تَدخلوها حتى تتبوّؤا [أَنتم] ومن صلح من أزواجكم وذراريكم مساكنَ في الجنّة`. ثمَّ قال: `إذا مضى شطر الليل أو ثلثاه، ينزل الله [تبارك وتعالى] إلى السماء الدنيا فيقول: لا أَسأل عن عبادي [أَحدًا] غيري، من ذا الذي يسألني فأعطيَه؟ من ذا الذي يستغفرني فأغفرَ له؟ من ذا الذي يدعوني فأستجيبَ له؟ حتّى ينفجر الصبح`.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (2405).
অনুবাদঃ রিফাআহ ইবনু আরাবাহ আল-জুহানী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
তিনি বলেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে মক্কা থেকে ফিরছিলাম। তখন কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য অনুমতি চাইতে শুরু করলো। আর তিনি তাদের অনুমতি দিচ্ছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: "কী হলো তোমাদের? যে গাছের ছায়া আমার সন্নিকটে, তার এক দিক কি তোমাদের কাছে অন্য দিকটির চেয়ে অপছন্দনীয়?"
তিনি (রিফাআহ) বলেন: আমরা সেখানে ক্রন্দনকারী ছাড়া আর কাউকে দেখলাম না। তিনি (রিফাআহ) বলেন: তখন আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: ’আমার মতে, এরপরও যে ব্যক্তি আপনার কাছে অনুমতি চাইবে, সে নিশ্চয়ই নির্বোধ।’
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনা করলেন। আর তিনি যখন শপথ করতেন, তখন বলতেন: "যার হাতে আমার প্রাণ, তাঁর কসম— আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং সঠিক পথে প্রতিষ্ঠিত থাকে, কিন্তু তাকে জান্নাতে প্রবেশ করানো হবেই। আর নিশ্চয়ই আমার রব আমার কাছে ওয়াদা করেছেন যে, তিনি আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাব ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। আর আমি আশা করি যে, তোমাদের সালিহাহ স্ত্রী ও সন্তান-সন্ততিসহ তোমরা জান্নাতে ঘরবাড়ি তৈরি না করা পর্যন্ত তোমরা (অন্যরা) জান্নাতে প্রবেশ করবে না।"
এরপর তিনি (নবী সাঃ) বললেন: "যখন রাতের অর্ধেক বা দুই-তৃতীয়াংশ অতিবাহিত হয়ে যায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন: আমি আমার বান্দাদের ব্যাপারে অন্য কারো কাছে জিজ্ঞেস করবো না, (বরং আমি নিজেই)— কে আছে যে আমার কাছে চাইবে, আর আমি তাকে দান করব? কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আমি তাকে ক্ষমা করব? কে আছে যে আমার কাছে দুআ করবে, আর আমি তার দুআ কবুল করব?" - এভাবে সুবহে সাদিক (ভোর) হওয়া পর্যন্ত চলতে থাকে।